সুপ্রভাত ডেস্ক
শিশু শিল্পী হিসেবে সিনেমার পর্দায় আসেন দীঘি। সেই ছোট্ট মিষ্টি মেয়েটি এখন অনেক বড় হয়ে গিয়েছে। নিজেকে প্রকাশ করেছে নায়িকা হিসেবেও। কিছু ছোটবেলার সেই সাফল্যটি কেন জানি এখনো ধরা দিচ্ছে না এই অভিনেত্রীর ঝুলিতে। তবে কি চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন দীঘি? এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন,‘আপাতত আমি ভার্সিটি স্টুডেন্ট। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্সে ভর্তি হয়েছি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিজের নতুন এই অধ্যয়নের সঙ্গে মানিয়ে নিতেই খানিক বিরতি।’
এই বিষয়ে পড়ার কৌতুহল নিয়ে দীঘি বলেন, ‘এ বিষয়টি নিলাম। কারণ এই সাবজেক্টে পড়লে অনেক কিছু করতে পারবো। কাজ কর্মের অনেক অপশন খোলা থাকবে। অ্যাটলিস্ট আমাকে বেকার থাকতে হবে না।’ নিজের বেকারত্বের কথা বললেও মূলত দীঘির ইচ্ছে ক্যামেরার পেছনে কাজ করার। আর সেই ইচ্ছেতেই এই বিষয়ে পড়াশোনা। দীঘি বলেন, ‘কোনো না কোনো সময় চলচ্চিত্র নির্মাণে আসার ইচ্ছে আমার। অন্তত একটা হলেও নির্মাণ করতে চাই। যেহেতু চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে আলাদা কোনো ইনস্টিটিউট নেই, তাই এই বিষয়টাকেই বেছে নেওয়া। আর শুরুর দিকে পড়াশোনার অনেক চাপের বাইরে নতুন পরিবেশটাকে মানিয়ে নিতে কিছুদিন সময় লাগবে। তাই আপাতত কোনো ছবির কাজে হাত দিচ্ছি না।’