সুপ্রভাত ডেস্ক »
যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের দখল নিল ট্রাম্পের রিপাবলিকান দল। নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টিটিভসেও লাল (ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে যে রং দিয়ে চিহ্নিত করা হয়) ঝড়ের ইঙ্গিত মিলেছে।
২০২০ সাল থেকে ১০০ আসনবিশিষ্ট সিনেটে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্র্যাটিক পার্টি। চার জন নির্দল সিনেটেরর সমর্থনে ৫১টি আসন নিয়ে এত দিন কমলার দলের দখলে ছিল সিনেটের নিয়ন্ত্রণ। অন্য দিকে, ট্রাম্পের দলের ছিল ৪৯টি আসন। কিন্তু মাত্র দুই আসনের ব্যবধান মুছে ফেললেন রিপাবলিকানরা। প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গেই সিনেটের ৩৪টি আসনে নির্বাচন হয়। ওয়েস্ট ভার্জিনিয়া এবং ওহিয়ো আসনে রিপাবলিকান প্রার্থী জয়ী হওযার পরেই স্পষ্ট হয়, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন ডেমোক্র্যাটরা।
এত দিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টিটভসে সংখ্যাগরিষ্ঠ ছিল রিপাবলিকানরা। প্রাথমিক গণনায় ইঙ্গিত, এ বারেও সেখানে নিজেদের আধিপত্য ধরে রাখতে চলেছে তারা।
প্রেসিডেন্ট নির্বাচনে যে প্রার্থীই জিতুন না কেন, নতুন কোনও আইন পাশ করাতে গেলে এই দু’টি কক্ষের অনুমোদন প্রয়োজন। তবে এ ক্ষেত্রে সিনেটের গুরুত্ব খানিকটা হলেও বেশি। বিভিন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পাশাপাশি প্রেসিডেন্ট-সহ গুরুত্বপূর্ণ পদে জয়ী প্রার্থীদের নিয়োগপত্র সুপ্রিম কোর্ট পেশ করে সিনেটই। তাই হাউস ও সিনেটের ভোট সাধারণ নির্বাচনের থেকে কম গুরুত্বপূর্ণ নয়। তাই চার বছর পরে সিনেটের দখল নিয়ে রিপাবলিকানরা অনেকটা স্বস্তিতে রইলেন বলে মনে করা হচ্ছে।