সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে রোববার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল লিভারপুল। মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর জোড়া গোলে ভর করে সহজ জয় পেয়েছে অল রেডরা। টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে অ্যানফিল্ডের দলটি।
ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে আক্রমণে ওঠার চেষ্টায় ছিল লিভারপুল। বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট শটের কারণে তা সফলতার মুখ দেখেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে গোলের দেখা পায় লিভারপুল। কার্টিস জোন্সের বড়ানো বল ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সালাহ। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার শাকিরির পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের ফ্লিকে গোলরক্ষককে পরাস্ত করেন এই মিশরীয় তারকা। ইপিএলের চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা সালাহ। লিগে ছয় ম্যাচ পর জালের দেখা পাওয়া এ ফরোয়ার্ডের বর্তমান গোলসংখ্যা ১৫টি।
ম্যাচের ৮৪তম মিনিটে ফিরমিনোর বাড়ানো বল পেয়ে ডান পায়ের শটে সহজেই লক্ষ্যভেদ করেন প্রিমিয়ার লিগে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা উইজনালডুম। তিন মিনিট পর সান্ত¡নাসূচক গোলটি করে ওয়েস্ট হ্যাম।
২১ ম্যাচে ১১ জয় ও সাত ড্রয়ে লিভারপুলের পয়েন্ট এখন ৪০। চার ম্যাচ পর হারের তেতো স্বাদ পাওয়া ওয়েস্ট হ্যাম ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা সিটির পয়েন্ট ২০ ম্যাচে ৪৪। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা