নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া »
বন্যপ্রাণির হাত থেকে আমন ক্ষেতের পাকা ধান রক্ষা করার জন্য অবৈধভাবে ধান ক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেওয়া তারে স্পৃষ্ট হয়ে বিশাল আকৃতির বন্যহাতি মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ভোর ৪টায় সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলের ধান ক্ষেতে।
স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, আনুমানিক ৫০ বছরের অধিক বয়সের বিশাল আকৃতির একটি বন্যহাতি ধান ক্ষেতে পড়ে ছিল। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাতির কাছে গিয়ে দেখা যায়, শূরের নিচ অংশে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজল করিম হাতিটি বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতকানিয়া মাদার্শা রেঞ্জের কর্মকর্তা মো. মামুন মিয়া বিদ্যুৎস্পৃষ্টে এক বন্যহাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে কারা বিদ্যুতের এ ফাঁদ তৈরি করেন তা বলতে পারেননি। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে ফাঁদ নির্মাণকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ মুহূর্তের সংবাদ