সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্ট খেলবেন কিনা সে সংশয় কেটে গেছে শনিবার। গতকাল প্রায় ৫ মাস পর বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলতে নামেন বাঁহাতি অলরাউন্ডার। বল হাতে নজরকাড়া পারফরম্যান্স তার। ১৯ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। পারফরম্যান্সে ছাপিয়ে গেছেন সতীর্থদের। প্রিয় শিষ্যের এমন পারফর্ম্যান্সে মুগ্ধ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে হেরাথ জানালেন, সাকিবের মানের ক্রিকেটার খুব বেশি নেই। হেরাথ বলেন, ‘সাকিবের মানের ক্রিকেটার খুব বেশি নেই। সে হয়তো কোনো অনুশীলন করেনি। কিন্তু আজ তার প্রথম বলটি ছিল নিখুঁত। যা এক কথায় অসাধারণ। আমাদেরও তার ওপর অনেক আস্থা। সাকিব থাকলে দলের মধ্যে ভালো একটা ভারসাম্য তৈরি হয়।’
বল হাতে সাকিব বড় ভরসা অধিনায়কের। ব্যাটিং অর্ডারেও তার ব্যাটের কাছে বাংলাদেশের চাওয়া থাকে বেশ। সে কারণে সাকিব মানে একের ভেতর দুই। সে প্রসঙ্গে হেরাথ বললেন, ‘সে না থাকলে আমাদের এমন কাউকে খুঁজে বের করতে হয় যে ব্যাট ও বলে অবদান রাখতে পারবে। সে যদি সবসময় খেলে, তাহলে দলও সবসময় ভারসাম্যপূর্ণ হবে।’
করোনাভাইরাস থেকে সুস্থ হয়েই খেলতে নেমে গেলেন, প্রথম দিনে হলেন দলের সবচেয়ে কিপটে বোলারও। সে কারণেই হেরাথ কোনো সংশয়ই রাখেন না সাকিবের সামর্থ্যরে ওপর। তিনি বলেন, ‘আজ খুবই ভালো বল করেছে। সে-ই সবচেয়ে ইকনমিকাল বোলার। আমি ১০০ ভাগ আত্মবিশ্বাসী তার সামর্থ্যে। কোনো অনুশীলন না করলেও তার ওপর আমার আস্থা থাকবে।’
করোনাভাইরাস মুক্ত হয়েই টেস্ট খেলতে নেমে পড়েছেন সাকিব। অনুশীলনের জন্য সুযোগ পেয়েছেন মোটে এক সেশন। তবে দলের বাকিরা নিজেদের ঝালিয়ে নেওয়ার কাজ করছেন ৮ মে থেকে। প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় পেয়েছেন। তবুও ঘরের মাঠে টেস্টের প্রথম দিনে দাপট দেখাতে পারলেন না টাইগার বোলাররা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৫৮ রান তুলে দিন শেষ করেছে শ্রীলঙ্কা।
তবুও বোলারদের পারফরম্যান্সে অখুশি নন হেরাথ, ‘টেস্টের প্রথমদিন হিসেবে ওরা আজ যা করেছে তাতে আমি খুবই খুশি। বিশেষ করে সাকিব ও তাইজুল খুব ভালো করেছে। গত ১৮ মাসে নাঈম খুব বেশি টেস্ট ম্যাচ খেলেনি। তবে সে অনুশীলনের মধ্যে ছিল। ভাগ্য ভালো, শুরুতে উইকেট পেয়ে যাওয়ায় সে আত্মবিশ্বাসী অনুভব করতে শুরু করে।’