নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টা ২০ মিনিটে লাবণী পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান স্থানীয়দের বরাতে জানান, শুক্রবার সকালে মো. তাহসিন (১৬), ফয়সাল (১৬) ও মো. রিফাত (১৬) কুমিল্লা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। তারা সবাই কুমিল্লার কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী।
এসময় তারা কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘুরতে যান। পরে সেখানে সাগরে গোসলে নামেন। গোসলের এক পর্যায়ে মো. ফয়সাল নামের এক শিক্ষার্থী স্রোতের টানে ভেসে যেতে থাকে। এসময় অন্য বন্ধুরা তাকে উদ্ধার করতে সক্ষম হলেও ভেসে যান মো. তাহসিন নামের আরেক বন্ধু। তাহসিন হোসাইন কুমিল্লা সদর দক্ষিণের ঠাকুরপাড়ার মোহাম্মদ গোলাম হোসেনের ছেলে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে লাইফ গার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও জেটস্কি চালকরা উদ্ধার তৎপরতা চালাতে থাকে। একপর্যায়ে বিকেল ৩টা ২০ মিনিটে লাবণী পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করে সি সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. উসমান ও বিচকর্মী বেলাল হোসেন। পরে তার মরদেহটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।