সামাজিক স্থিতিশীলতা রক্ষায় ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের অসামান্য ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চসিকের বিদ্যুৎ উপ বিভাগ আয়োজিত সড়ক বাতির সুইচ অন অফ কাজে নিয়োজিত ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের বাৎসরিক সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতগণ ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা মেনে চলতে সমাজের মানুষকে উদ্বুদ্ধ করেন, অন্ধকারে আলোর বিচ্ছুরণ ঘটানোর প্রয়াস চালান। নিয়মতান্ত্রিক জীবন পরিচালনাকারী ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতেরা সমাজের সর্বত্র সম্মানিত হন। তারা সন্ধ্যায় অন্ধকার নামার সাথে সাথে এ নগরীর সড়কবাতিগুলো জ্বালানো এবং ভোরের আলো ফোটার সাথে সড়কবাতি নিভানোর মত একটি গুরুদায়িত্ব পালন করে আসছেন বহুকাল ধরে। সিটি করপোরেশনের এ কাজটির জন্য আলাদা লোকবল প্রয়োজন পড়েনা। তাই সিটি করপোরেশন ওনাদের বাৎসরিক সম্মানী হিসেবে প্রতীকি ভাতা দিয়ে থাকেন। প্রথম দফায় ২৫০০ টাকা করে ৬২৫ জনকে ভাতা প্রদান করি।
সভায় তিনি আরো বলেন, শুধু অর্থ দিয়ে কি ইমাম, মুয়াজ্জিনের হক আদায় করা সম্ভব? আসুন তাদের সম্মান করি। তাদের প্রতি ভালোবাসা দেখাই। তাদের অবহেলা অবজ্ঞা অসম্মান করলে নামাজের প্রতি মনঃসংযোগ আনাও সম্পূর্ণ হওয়ার কথা না। ]
বিদ্যুৎ ও পানি স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, মহিলা কাউন্সিলর রোজী আক্তার, নির্বাহী প্রকৌশলী ঝুলন কুমার, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী প্রমুখ। বিজ্ঞপ্তি