অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠানে আলাউদ্দিন নাসিম
নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে পরশুরাম সমিতির অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠিত। এসময় চট্টগ্রামে ৪১ সদস্যদের কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, পরশুরাম ফেনীর একটি উল্লেখযোগ্য সমিতি। শিক্ষা, স্বাস্থ্য খাতে বিরাট ভূমিকা পালন করছে। সামনেও অবদান রেখে যাবে।
তিনি আরও বলেন, ফেনীতে আইটি পার্ক হবে। যেখানে আমাদের সন্তানেররা প্রশিক্ষিত হবে। আমার সম্পত্তির ২.৫% পরশুরামের উন্নয়নে বিনিয়োগ হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,পরশুরাম পৌরসভা চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী সাজেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রবীণ নেতা নঈম উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ফেনীতে পরশুরাম সমিতির যাত্রা শুরু হয়। সমিতিটি দুঃস্থ, পীড়িত, এতিম, অসহায় বয়স্ক ও পঙ্গুদের সাহায্য, উপজেলায় মেধাবীদের বৃত্তি প্রদান, বেকার যুবক, অদক্ষ, নিরক্ষরদের চিহ্নিত ও সংগঠিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করে কর্মসংস্থানে সহায়তা করে সমাজকল্যাণে ভূমিকা রাখছে।