নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে গতকাল সকাল ১০টায় জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অবদান রয়েছে।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শ্রমিকের শ্রমের উপর দাঁড়িয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির মূল কারিগর আমাদের শ্রমিক সমাজ। এই শ্রমিকের উন্নত সুন্দর জীবন নিশ্চিতে সরকার নানামুখী কাজ করে যাচ্ছে।
চট্টগ্রাম জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মো. ইউনুছ, মোহাম্মদ শফি বাঙালী, মো. আলী আকবর, মো. হাসান, সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নাসরিন আক্তার নাহিদা, মীর নওশাদ, মো. হাসান, এনায়েত উল্লাহ, মো. তাজুল ইসলাম, মো. বেলাল। সভা সঞ্চালনা করেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস ও চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আলমগীর।
এতে উপস্থিত ছিলেন মো. মিরন হোসেন (মিলন), ইদ্রিচ হাওলাদার (লাদেন), মো. আলমগীর, কার্যকরী সভাপতি মো. মহিউদ্দিন, জয়নাল আবেদীন, মো. জাহাঙ্গীর বেগ, মো. নাসির উদ্দিন, মো. কাশেম মোল্লা সবুজ, নুর আলম লেদু, সৈয়দ মো. জাহাঙ্গীর, মো. বখতেয়ার, মো. সালাউদ্দিন, হারুনুর রশীদ রনি, মো. ওসমান গণি, মো. আলী আকবর, মো. ইয়াছিন, মো. ওমর ফারুক, কামাল উদ্দিন চৌধুরী, মো. ওমর আলী মিয়া সর্দার, ইয়াছির আরাফাত, শাহ আলম ভূইয়া, মো. এরশাদ, মো. সোহেল, মো. মানিক মিয়া, লোকমান হাকিম, ইদ্রিস মোল্লা, আহমদ উল্লাহ কালু, মো. বেলাল প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর