নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে আয়কর বিভাগ আয়োজিত আয়কর সেবা মাসের শেষ পর্যায়ে করদাতাদের সমাগম বাড়ছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ সেবা কার্যক্রমে প্রতিদিন বিপুল সংখ্যক করদাতা অংশ নিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় কর কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের সেবা কার্যক্রমে সকাল থেকে বিকেল পর্যন্ত নানা শ্রেণির করদাতাদের উপস্থিতি ছিল। আগামী ৩০ নভেম্বর শেষ হবে এ কার্যক্রম।
আগামী রোববার থেকে শেষ দিন পর্যন্ত ব্যাপক সমাগম হবে বলে কর কর্মকর্তারা আশা করছেন। জনবল বাড়িয়ে করদাতাদের সর্বোচ্চ সেবা দিতেও আয়কর বিভাগ নানা উদ্যোগে নিয়েছে। এক ছাদের নিচে ও ঝামেলাবিহীনভাবে আয়কর রির্টান জমা দিতে পারছেন করদাতারা। এছাড়া বিভিন্ন পরামর্শও নিতে পারছেন। ২৩ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের ৪টি কর অঞ্চল এ সেবা কার্যক্রমের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আদায় করেছে। অনেকে অনলাইনে রিটার্ন ও আয়কর জমা দিচ্ছেন।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করপ্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় কর কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রামের ৪টি কর অঞ্চলের সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এর তিনি আগ্রাবাদ সিজিও বিল্ডিংয়ে কন বিভাগের সাম্পান হলে কর কর্মকর্তাদের নিয়ে রাজস্ব আদায় সংক্রান্ত পর্যালোচনা সভায় মিলিত হন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রাজস্ব বোর্ডের সদস্য করদাতাদের কর প্রদান সহজ করার ব্যাপারে রাজস্ব বোর্ড বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, আগামী আরো পরিকল্পনা বাস্তবায়নের দিকে রাজস্ব বোর্ড এগিয়ে যাচ্ছে। এ সময় কর আপীলাত অঞ্চল চট্টগ্রামের কমিশনার সফিনা জাহান, কর অঞ্চল চট্টগ্রাম-১ এর কমিশনার ইকবাল বাহার, কর অঞ্চল চট্টগ্রাম-৩ এর কমিশনার শাহাদৎ হোসেন সিকদার ও কর অঞ্চল চট্টগ্রাম-৪ এর কমিশনার ছাবিনা ইয়াসমিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।