নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক »
নগরের ইপিজেডের কলসী দীঘিপাড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশু সন্তানসহ একই পরিবারের ৫ সদস্য অগ্নিদগ্ধ হয়েছে।
গত বুধবারদিবাগত রাত আড়াইটার দিকে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালেনিয়ে আসা হয় বলে জানান পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শীলব্রত বড়–য়া।
দগ্ধরা হলেন- বন্দর থানার ইপিজেড কলসী দিঘীর পাড় এলাকার হাজী ইমাম সাহেব কলোনিরনিচতলায় বসবাসরত মো. রয়েল (৩০), তার স্ত্রী নাজু (২৮), ভাই শিপন (৩০), ছেলে জিহাদ (৬) ও মেয়ে লামিয়া (৩)।
দগ্ধ রয়েলের বন্ধু সোহাগ সুপ্রভাতকে বলেন, ‘রাত পৌনে ২ টার সময় সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে রয়েলের বাসায় উপস্থিত হই। এতে আশপাশে থাকা ২শ’ থেকে ৩শ’ মানুষ কেউ তাদের সাহায্য করেনি। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাই।’
রয়েল ইপিজেড এলাকায় পুরাতন মোবাইলের ব্যবসা করে বলেজানান তিনি।
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া সুপ্রভাতকে বলেন, রাত আড়াইটায় ইপিজেড এলাকা থেকে আগ্নিদগ্ধ একই পরিবারের ৫ সদস্যকে নিয়ে আসা হয়। এসময় তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।’
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, ‘সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৫ জনের মধ্যে শিশু দুজন শঙ্কামুক্ত রয়েছে।তাদের শরীরের ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে। অন্য তিনজনের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।’
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিসের বিভাগীয় কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে তারা জানান,এ ব্যাপারে কোন সংবাদ পাওয়া যায়নি।