‘আমাদের একুশ’ শীর্ষক চিত্রাংকন প্রদর্শনী
ভাষা শহীদদের স্মরণে ‘একুশ আমার অহংকার, মাতৃভাষা হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাট্টলী ইয়ুথ কাউন্সিল ‘আমাদের একুশ’ শিরোনামে উত্তর কাট্টলী ফয়েজ আলি মেমোরিয়াল কিন্ডারগার্টেন প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রদর্শনী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘ দেশকে ভালোবাসার জন্য শিল্প সাহিত্যের চর্চা খুব বেশি গুরুত্বপূর্ণ’।
অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরেশেদ আলম সুজন। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন রাফাহ্ নানজিবা তোরসা, মিস ওয়াল্ড বাংলাদেশ ২০১৯।
কাট্টলী ইয়ুথ কাউন্সিল বিভিন্ন বিদ্যালয়ে শিশুদের স্বাস্থ্যবিধি ও যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ ও সচেতনতামুলক কর্মসূচির মাধ্যমে ১৭০০ শিশুকে সচেতন করে। পাশাপাশি সদস্যদের সংগঠন ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য, নেতৃত্ব বিকাশ ও পাবলিক স্পিকিং প্রশিক্ষণসহ বিভিন্ন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি