নিজস্ব প্রতিবেদক »
পোশাকশিল্পে নারী ক্ষমতায়নের লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চালু করতে যাচ্ছে এক বছর মেয়াদী স্নাতকোত্তর/মাস্টার্স প্রোগ্রাম। শিল্পখাতে কেবল কর্মী হিসেবে নয়, নেতৃত্ব প্রদানের জন্যে দেশ-বিদেশে নারীদের পরিণত করতে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও বিশ্ববিদ্যালয়টির যৌথ উদ্যোগে এ প্রোগ্রামটি আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় নগরীর হোটেল রেডিসন ব্লুর মোহনা হলে উদ্বোধন করা হবে।
জানা যায়, তিন বছরের ¯œাতক ডিগ্রি সম্পন্ন করা নারী শিক্ষার্থীদের এ প্রোগ্রামটি অফার করা হবে। তাদের গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ) ও অনুষদের সুপারিশের ভিত্তিতে নির্বাচন করা হবে। নির্বাচিত হতে নির্বাচন বোর্ডের কাছে মৌখিক পরীক্ষা দিয়ে আবেদনকারীদের যোগ্যতা ও আগ্রহ প্রমাণ করতে হবে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক রঘু রেড্ডি সুপ্রভাতকে বলেন, ‘আমি মনে করি এইচএসবিসি-এইউডব্লিউ স্কুল অব অ্যাপারেল বাংলাদেশের পোশাক ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে এবং রেডিমেড পোশাকশিল্পের (আরএমজি) উন্নয়নে ভূমিকা পালন করবে। রপ্তানি ক্ষেত্রেও দেশের হয়ে বিশ্বে উল্লেখযোগ্য অবদান রাখবে। আরএমজি শিল্পের জন্য নারী নেতৃত্ব তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুবানা হক বলেন, ‘আমাদের দেশে তৈরি পোশাকখাতে নারীর অবদান বেশি থাকলেও, নেতৃত্বে নারীরা নেই। যদিও নারীর ক্ষমতায়ন আমাদের দেশের লক্ষ্যের কেন্দ্রে রয়েছে, কিন্তু বাস্তবায়ন হতে এখনও অনেকটা বাকি। সেলাই মেশিনের বাইরে নারীরা আজও তাদের তত্ত্বাবধায়কের সর্বোচ্চ ক্ষমতাটি পাচ্ছে না। এমন সময়েও নেতৃত্বের বেশিরভাগই পুরুষদের দখলে। আজকের পোশাকখাতে দরকার দেশীয় মেধাবীদের একটি জোটের, যা খাতটির ঘাটতি পূরণ করবে। কর্মসংস্থানের ভবিষ্যৎ চ্যালেঞ্জ গ্রহণের জন্য আমাদের দরকার দলগুলোকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা। তাই এশিয়ান ইউনিভার্সিটি এইচএসবিসির সাথে যুক্ত হয়ে স্কুল অব অ্যাপারেলের সূচনা করতে পারায় আনন্দিত।’
এ প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট এইচএসবিসি কর্মকর্তারা জানান, ব্যাংকটি এ প্রোগ্রামের প্রাথমিক সেট আপের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এইউডব্লিউ ¯œাতকদের
এইচএসবিসি তাদের বৃত্তি প্রদান করবে। নেতৃত্ব তৈরির যে ধারণা সেটি বাস্তবায়নের লক্ষ্যে প্রোগ্রামটিকে পোশাকখাতের স্টেক হোল্ডারদের সাথে সম্পৃক্ত করে মূল স্টেকহোল্ডারদের নিয়ে একটি উপদেষ্টা বোর্ড প্রতিষ্ঠা করবে।
এ বিষয়ে এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, ‘নারীর ক্ষমতায়ন ও ভবিষ্যৎ দক্ষতা তৈরি করা আমাদের দুটি মূল কর্পোরেট এজেন্ডা। আমরা সহ-শিক্ষার পরিবেশ তৈরি করার লক্ষ্য নিয়ে এইউডব্লিউ এর সাথে যুক্ত হয়ে শিল্প ও আন্তর্জাতিক মানের শিক্ষার সমন্বয় করে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়ে ফ্যাশনের প্রতিযোগিতাপূর্ণ ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।’