নগরীর আগ্রাবাদের এক রেস্টুরেন্টে রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর ঈদ পুনর্মিলনী ও নিয়মিত সভা, রোটা বর্ষ ২০২১-২২ এর প্রথম ক্লাব অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু। সভায় ঈদপুনর্মিলনী আলোচনা, ক্লাবে নতুন সদস্য রোটারিয়ান মাসুদুর রহমান মজুমদারকে পিন পরিয়ে বরণ করে নেন মো. নজরুল ইসলাম নান্টু ।
দ্বিতীয় পর্ব কার্যক্রম পরিচালনা করেন আগামী রোটা বর্ষ ২০২১-২২ প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আব্দুল হাকিম। উক্ত মিটিং-এ আগামী বছরের ইয়ারপ্লান, বাজেট গোল সেটিং নিয়ে আলোচনা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন আগামী বছরের ক্লাব সেক্রেটারি মোহাম্মদ নুরুদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মাসুদুর রহমান মজুমদার,ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ওমর ফারুক, ক্লাব ট্রেজারার ওমর মোত্তাকিন মুুুুহিত, রোটারিয়ান পিপি ফখরুল আলম পাটোয়ারি বিপু, রোটারিয়ান পিপি মাসউদুর রহমান খান, রোটারিয়ান সোহেল রানা প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর