নিজস্ব ক্রীড়া প্রতিবেদক
১২ অক্টোবর নিজ শেষ খেলায় অবনমিত দল বিসিআইসি ক্রীড়া সংসদকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জয় করেছে মাদারবাড়ী উদয়ন সংঘ। এরপর গতকাল লিগের শেষ দিনের খেলায় চসিক একাদশকে ২-০ হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব রানার্সআপ লড়াইয়ে টিকে রইল। এ জয়ে ব্রাদার্স ও শতদল ক্লাবের পয়েন্ট সমান ১৮ হয়েছে। লিগের বিধি মেনে রানার্সআপ খেতাবের জন্য এ দু’দলকে আগামী ১৯ অক্টোবর প্লে-অফ খেলতে হবে। খেলার শেষ দিকে ব্রাদার্সের পক্ষে আশরাফুল ও বদলি হেলাল গোল করেন। এর আগে সমানতালে পাল্লা দিয়ে গত আসরের চ্যাম্পিয়ন ব্রাদার্সকে প্রতিরোধ করে চসিক একাদশ। চসিক একাদশের সায়েম ও ফাহিমউদ্দিন সোহেল প্রথমার্ধেই দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন। একইভাবে ব্রাদার্সও একাধিক সুযোগ হাতছাড়া করে শেষ মুহূর্তে ৪ মিনিটের ব্যবধানে ২ গোল পেয়ে এখন রানার্সআপ হওয়ার সুযোগ করেছে। ম্যাচসেরা আশরাফুলের হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা তুলে দেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে ১৯ পয়েন্ট পেয়ে শিরোপাজয়ী উদয়ন সংঘের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দীন ট্রফি তুলে দেন। সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি নজরুল ইসলাম লেদু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ চট্টগ্রাম জেলা দলকে সংবর্ধনা জানানো হবে। খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ব্লেজার ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সিজেকেএস সহ সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ সভাপতি মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সম্পাদক ওয়াহিদ দুলাল, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাব্দ্দুীন মো. জাহাঙ্গীর, সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মো. শাহজাহান, স্পন্সর প্রতিষ্ঠিান জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া অ্যাডভাইজার অভিক ওসমান ও ডেপুটি ম্যানেজার মিডিয়া ফেরদৌস আরা, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, মো. ইউসুফ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিয়া, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, আব্দুল হান্নান মিরণ, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, খেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান মাহবুব, কো-চেয়ারম্যান মাকসুদুর রহমান বুলবুল, সদস্য মো. এনামুল হক, আলী হাসান রাজু, রায়হান উদ্দিন রুবেল, আবু জাহেদ, জাহেদ হোসেন, মুছা বাবলু প্রমুখ।