নিজস্ব প্রতিনিধি, রাউজান :
উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর মরহুম নজমুল হুদা চৌধুরীর বাড়ির মোহাম্মদ ইদ্রিসের পুত্র ব্যবসায়ী এরাশাদের (২৯) জ্বর ও শ্বাসকষ্ট হলে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুন শনিবার দিবাগত রাতে এরশাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে। রোববার সকালে ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা এরশাদের লাশের গোসল দিয়ে কাফন পড়িয়ে জানাজার নামাজ পড়ে পারিবারিক কবরস্থানে দাফন করেন। উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন রাউজানে এ পর্যন্ত ৭৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। করেনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৪ জন।