আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে আন্জুমানে রজভীয়া নূরীয়া নেতৃবৃন্দের সাক্ষাৎ
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক এনাম বলেন, যৌতুক দেয়া-নেয়া দুটোই ঘৃণ্য নিকৃষ্ট পন্থা। যৌতুকের অভিশাপ গ্লানি থেকে অসহায় পরিবারগুলোকে বাঁচাতে যৌতুক দেয়া নেয়ার বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ঘরে ঘরে এই সামাজিক দুষ্টক্ষতের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ ও গণঘৃণাবোধ জাগ্রত করতে হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম জিয়া উদ্দিন বলেন, যৌতুক, নারী নিপীড়ন, শিশু নির্যাতন, অ্যাসিড সন্ত্রাস, ধর্ষণ ও মাদকমুক্ত দেশ ও সমাজ গড়তে সরকারকে কঠোর আইন প্রণয়নের পাশাপাশি এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মুহাম্মদ ফোরকান রেজা, আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ওসমান গনি জাহাঙ্গীর, এস এম ইকবাল বাহার সহ সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি