সুপ্রভাত ডেস্ক :
স্বর্ণের প্রতি সব মানুষেরই আকর্ষণ থাকে। হঠাৎ একগাদা স্বর্ণ এমনি এমনি পেয়ে গেলে খুশির আর সীমা থাকে না! তবে কারও কারও জন্য স্বর্ণ পাওয়া কাল হয়ে দাঁড়ায়। এমনই এক দম্পতির গল্প নিয়ে সাজানো হচ্ছে টেলিফিল্ম ‘কী জানি কী হয়!’
টেলিফিল্মটির রচনা ও পরিচালনায় নির্মাতা মুহম্মদ মোস্তফা কামাল রাজ। আগামীকাল শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে টেলিফিল্মটি। এতে অভিনয় করেছেন আরফান নিশো, মোনালিসা, সাজু খাদেম প্রমুখ।
গল্পের মূল চরিত্র জামান সাহেব একদিন উবারে চড়েন। হঠাৎ তিনি দেখেন পাশে একটি ব্যাগ। ড্রাইভারের অগোচরে ব্যাগ খুলতেই তার চোখে পড়ে অসংখ্য স্বর্ণের বার। তিনি বাড়ির সামনে এসে ওই ব্যাগ নিয়ে নেমে যান। এরপর ঘরে গিয়ে ব্যাগ লুকিয়ে রাখেন। হঠাৎ কলিংবেল বাজে। জামান সাহেবের মধ্যে চূড়ান্ত টেনশন। তিনি ধীর পায়ে কাঁপতে কাঁপতে গিয়ে দরজা খোলেন। দরজা খুলতেই তিনি দেখেন পুলিশ। পাশে তার সুন্দরী স্ত্রী জেরিন। জেরিন দরজা খোলেন। পুলিশ এসেছে! তাদেরকে দেখে চুপসে যায় জামান সাহেব ও জেরিন। পুলিশ জানায়, গতকাল জামান সাহেব যে উবারে এসেছিলেন, সেই গাড়ির ড্রাইভার খুন হয়েছে।
এরপর ঘটতে থাকে নানা শ্বাসরুদ্ধকর ঘটনা। টেলিফিল্মটি দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়।
খবর : চ্যানেলআইঅনলাইন’র।