সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) আর্জেন্টিনার লিওনেল মেসির যোগদানে বেশ কয়েক দিন ধরেই আনন্দমুখর আবহ প্যারিসে।
সেই আবহকে ধরে রাখতে, ফরাসি লিগে পিএসজির প্রথম ম্যাচ শুরুর আগে দলে নতুন যোগ দেয়া খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেয়া হয় মাঠের ভেতরেই। মেসিসহ অন্যান্যদের পরিচয় পর্ব শেষে মাঠে নেমে প্রতিপক্ষ স্টসবার্গের বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নেয় পিএসজি।
একাদশে ছিলেন না মেসিসহ নতুন যারা এসেছেন। এছাড়াও ছিলেন না নেইমার-ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। তারপরও জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি পিএসজিকে।
প্যারিসের পাক ডেস প্রিন্সেস-এ গতরাতে ম্যাচের শুরুতেই গোল পায় পিএসজি। গোলটি করেন মাউরো ইকার্দি। এরপর তিন মিনিটের ব্যবধানে ২ গোলে ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে নেয় মরিসিও পচেত্তিনোর দল। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। তার জোড়ালো শট স্ট্রসবুর্গের জালে জায়গা করে নেয়।
২৭ মিনিটে গোলদাতার তালিকায় নাম তুলেন ইউলিয়ান ড্রাক্সলার। বাম দিক দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের বিপদ সীমানায় প্রবেশ করে গোলে শট নেন এমবাপ্পে। তার শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ফিরে আসে ড্রাক্সলারের কাছে। ফাঁকায় দাঁড়ানো ড্রাক্সলার গোল করতে ভুল করেননি। এতে ৩-০ গোলে এগিয়ে যায় পিএসজি।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাবার পর নিশ্চিন্তেই দ্বিতীয় অর্ধের খেলা শুরু করে পিএসজি। কিন্তু পিএসজির কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয় স্ট্রসবুর্গ। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় স্ট্রসবুর্গ।
৫৩ মিনিটে কেভিন গামেইরো ও ৬৪ মিনিটে লুদোভিক আজোক স্ট্রসবুর্গের পক্ষে গোল দু’টি করেন। এই দুই গোলে ম্যাচে সমতা আনার স্বপ্ন দেখছিলো স্ট্রসবুর্গ।
কিন্তু দুই গোল হজম করে নড়ে-চড়ে বসে পিএসজি। ম্যাচে চতুর্থ গোলের জন্য মরিয়া হয়ে উঠে তারা। আর ৮১ মিনিটে লাল-কার্ড দেখে মাঠ ছাড়ে স্ট্রসবুর্গের আলেক্সজান্দার ডিকু। ফলে ১০ জনে পরিনত হয় দলটি।
সেই সুযোগে ৮৬ মিনিটে স্ট্রসবুর্গের শেষ পেরেকটি ঠুকে দেন পাবলো সারাবিয়া। এই গোলেও অবদান ছিলো এমবাপ্পের। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে মাঠ ছাড়ে পিএসজি।
একাদশে না থাকলেও, পুরো সময় গ্যালারিতে বসে দলের ম্যাচ দেখেছেন মেসি ও রামোস।