নিজস্ব প্রতিবেদক »
ডিমের দাম নিয়ে ব্যবসায়ীদের ছল-চাতুরি ধরতে নগরীর পাহাড়তলী পাইকারি ডিমের বাজারে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মূল্য তালিকার সঙ্গে বিক্রিত দামের মিল না থাকা ও রশিদ ছাড়া বিকিকিনি করায় ৩ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এবং আব্দুল্লাহ আল মামুন।
অভিযানের তথ্য জানিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, ‘অভিযানে দেখা যায়, মূল্য তালিকায় ঝুলানো আছে এক দাম, আর বিক্রি হচ্ছে আরেক দামে। এছাড়া কেউ রশিদ দিচ্ছে, কেউ আবার রশিদ ছাড়াই বিক্রি করছে। এমন অসঙ্গতি থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো পাহাড়তলী বাজারের মেসার্স শাহজাহান স্টোর, জান্নাত পোল্ট্রি এবং আল-আমিন স্টোর।’
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং মূল্যতালিকা ছাড়া বেশি দামে ডিম বিক্রি করতে পারবে না। কোন অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ডিমের দাম বাড়িয়ে সংকট সৃষ্টি করছে কিনা এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’