অভিষেক অনুষ্ঠানে বক্তারা
রোটারি ক্লাব অব আগ্রাবাদের ৪৫ তম অভিষেক অনুষ্ঠান জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান শফিউল আলম প্রেসিডেন্ট ও এস এম আলাউদ্দিন সেক্রেটারি হিসাবে অভিষিক্ত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারি একটি আন্তর্জাতিক সংগঠন যা নিয়মিত মানবসেবায় কাজ করে যাচ্ছে। বৈশ্বিক সংকটে ও জাতীয় সমস্যায় আগ্রাবাদ রোটারি ক্লাবের সদস্যরা নিরলসভাবে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকে যারা অভিষিক্ত হলেন, তাদের সফলতা কামনা করছি।
ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেন, রোটারি ক্লাব অব আগ্রাবাদ ৪৫ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মানবসেবায় নিয়মিত কাজ করছে। ক্লাবের অভিজ্ঞ রোটারিয়ানরা জেলাতেও অবদান রাখছেন। নতুন কমিটি নিয়ে এই বছর ভাল কাজ করার আশাবাদী।’
অনুষ্ঠানে পিডিজি আব্দুল আহাদ, পিডিজি খাইরুল আলম, পিডিজি জয়নাল আবেদিন, পিডিজি মঞ্জুরুল হক, পিডিজি জামাল উদ্দিন, পিডিজি এম আতাউর রহমান পীর, পিডিজি তৈয়ব, পিডিজি এ এফ এম আলামগির, পিডিজি অংসুমান, পিডিজি সেলিম রেজা, পিডিজি দিল নাহশিন মহসিন, পিডিআরআর নাফিস, পিডিআরআর আহাদ, রো. সোবহানী, রো জামি, রো। আবিদ, রো সাবিত্রী, রো মাহা, রো রিয়াদ, রোটাপাস্ট চেয়ার ড. এঞ্জেলো ক্যাপুচ্চি, জি এম ইকো ওয়ার্ল্ড এঞ্জেলিন লোসহ দেশ এবং বিদেশ থেকে রোটারিয়ান এবং রোটার্যাকটররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি