সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
৪ বছর আগে না পারলেও এবার ঘরের মাঠে টেস্টে আফগানিস্তানকে ‘এক হাত দেখিয়ে’ ছেড়েছে বাংলাদেশ। দুই প্রধান স্তম্ভ অধিনায়ক সাকিব আল হাসান এবং ওপেনার তামিম ইকবাল ছাড়াও হাসমতউল্লাহ শহীদির দলকে চরমভাবে নাস্তানাবুদ করেছে লিটন দাসের দল।
এক বছর আগে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার কী হবে? সিরিজ জিতবে কে, বাংলাদেশ না আফগানিস্তান?
বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালের বিশ্বাস, এবারো গত সিরিজের মতই ফল হবে। জিততে হলে তার দলকে অনেক ভাল খেলতে হবে এবং লড়াই করতে হবে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সাগরিকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার মনে হয় গত সিরিজ যেভাবে ছিল এই সিরিজই এরকমই থাকবে।’
আফগানিস্তান সম্পর্কে তামিমের মূল্যায়ন, ‘তারা (আফগানরা) ভালো দল, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাক। গত সিরিজ থেকে কম কিছু আশা করছি না। আমাদের জিততে হলে লড়াই করতে হবে, অনেক ভালো খেলতে হবে। মাঠে গেলাম জিতে গেলাম এমন হবে না।’
বিশ্বকাপে এবার বাংলাদেশের প্রথম খেলা আফগানিস্তানের বিপক্ষে। তার আগে আফগানদের সাথে ৪ ম্যাচ (ঘরের মাঠে সিরিজে তিনটি আর এশিয়া কাপে একটি) খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
সেটা কতটা কাজে দেবে? অধিনায়ক তামিম মনে করেন, ‘এটা দুই দলের জন্যই বেশ ভালো একটা সুযোগ এবং সেটা দুই দলের জন্যই সমান সুবিধা। পরস্পরের শক্তিমত্তা, দুর্বলতা জানার জন্য। আমাদের জন্য যেমন ওদের জানার সুযোগ, একইভাবে ওদেরও। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রতিপক্ষের আগে ৪টা ম্যাচ খেলবো, অবশ্যই এটা ভালো।’
তামিম মনে করে, ‘বিশ্বকাপের আগে এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। কারণ, আমরা এমন একটা দলের বিপক্ষে আমরা খেলছি যাদের বোলিং বেশ ভালো। তাই ওদের বিপক্ষে ভালো করতে পারলে আত্মবিশ্বাস জন্মাবে।’