নিজস্ব প্রতিনিধি, মহেশখালী »
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে মাদ্রাসায় ঢুকে শিক্ষক খুনের ঘটনায় ২৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শনিবার এ মামলা করা হয়। এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বিষয় নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা জিয়াউর রহমানের সন্তান তৌহিদুর রহমান বাদি হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞতনামা আসামি দেখানো হয়েছে আরও ৭-৮ জনকে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত গ্রেফতার করেছে ৭ জনকে। গ্রেফতারকৃতরা হলো নুরুল আলম, মুসলেম উদ্দিন, তাসমিন আকতার, ছমিরা আক্তার, ময়না আক্তার, মোহাম্মদ আরাফাত ও আবু তালেব। মামলার পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি মাদ্রাসার অফিস কক্ষ থেকে বের করে এনে অফিসের সামনে মাওলানা জিয়াউর রহমানকে কুপিয়ে খুন করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই শিক্ষকের স্ত্রীও গুরুতর আহত হয়।