চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি বলেছেন, সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ৬ নভেম্বর সকালে চট্টগ্রাম ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের মূল কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুহাম্মদ তানিম রহমান। দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক আশীষ কুমার বড়–য়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম(বার) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম।
চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের উপ-নিবন্ধক কানিজ ফাতেমা, জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মুরাদ আহাম্মদ ও শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন।
এতে বক্তব্য রাখেন থানা সমবায় অফিসার শফিউল আলম, সুমিত কুমার দত্ত, মো. আনিসুল ইসলাম ও জেলা অডিটর মো. সামসুদ্দিন ভূইয়া, পরিদর্শক আবু বকর, মোহাম্মদ ওছমান গনি, অর্পণ দাশগুপ্ত, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মো. সোলায়মান প্রমুখ।
বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এ ছাড়া প্রধান অতিথির হাত থেকে সফল সমবায় সমিতি সম্মাননা ও ক্রেস্ট গ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি
মধ্য আয়ের দেশ গড়তে মহাপরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী
জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার