নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে তৃতীয় খেলায় এসে পয়েন্ট হারালো ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। টানা দুই খেলায় জয়ের পর গতকাল তারা হারতে হারতে কোয়ালিটি স্পোর্টস ক্লাবের সাথে গোলশূন্য ড্র করেছে। এখন ৩ খেলায় ব্রাদার্সের ৭ পয়েন্ট। আর সমান সংখ্যক খেলায় কোয়ালিটির পয়েন্ট দুই।
শুরু থেকে পরিকল্পিত আক্রমণের মধ্য দিয়ে কোয়ালিটি স্পোর্টস গোলের সুযোগ করতে থাকে। আর আগের দুই খেলার মত ছন্দ দেখা যায়নি কমলা জার্সিদের। কোয়ালিটি’র দূর্ভাগ্য বলতে হবে, দ্বিতীয়ার্ধের ৩৯ মিনিটে আফরোজ আলীর দুর্দান্ত শট ক্রসবারের কোনায় লেগে প্রতিহত হয়। এর ৩ মিনিট আগে বড় ডি-বক্সে ব্রাদার্সের একজন ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি শরীফুজ্জামান টিপু পেনাল্টি এড়িয়ে যান। এ নিয়ে কোয়ালিটির খেলোয়াড়রা প্রতিবাদ করেও ব্যর্থ হন। খেলার পরে রেফারির এ ভূমিকা নিয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে কোয়ালিটি ক্লাব কর্তৃপক্ষ। এর আগে প্রথমার্ধের ২১ মিনিটে প্রথম সুযোগ পায় কোয়ালিটি ক্লাব। ছামিরউল্লার সেন্টারে আফরোজ আলীর ভলি শট লক্ষ্যভ্রষ্ট হয়। দুই মিনিট ব্যবধানে মানিকের শট কিপারের হাত ফসকে বাইরে গেলে গোল বঞ্চিত হয় ব্রাদার্স। ২৬ মিনিটে গোলমুখে ফাঁকায় থেকেও ব্রাদার্সের সাজ্জাদ বাইরে বল পাঠিয়ে সহজতম সুযোগ হাতছাড়া করেন। আরেকবার ৩৫ মিনিটে আবারো একইভাবে সাজ্জাদ বাইরে শট করে নিশ্চিত গোল থেকে দলকে বঞ্চিত করেন। এর আগের মুহূর্তে ছোট বক্সে ফাঁকায় থেকেও শট নিতে ব্যর্থ হন আফরোজ আলী।
ম্যাচসেরা আফরোজ আলীর হাতে ক্রেস্ট তুলে দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. হারুন আল রশীদ। আজকের খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদ ও জেলা পুলিশ একাদশ ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।