‘সবুজ নগর, সবুজ দেশ’ গড়ার প্রত্যয় নিয়ে পরিবেশ মানবাধিকার আন্দোলন-পমা ‘মাসব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি-২০২১’ এর বাস্তবায়ন শুরু করেছে। গতকাল সোমবার আগ্রাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গার্ডিয়ান চত্বর ও নগরীর ফুসফুস খ্যাত সিআরবিতে গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কার্যনির্বাহী সভাপতি, বিশিষ্ট চা গবেষক কলামিস্ট আমিনুর রশীদ কাদেরী।
পমা’র সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন অধ্যক্ষ আবু তালেব বেলাল, প্রাণ-প্রকৃতি সম্পাদক শারূদ নিজাম, পরিবেশ-অধিকারকর্মী আবুল কালাম, কলামিস্ট মো. দিদারুল আলম এবং পরিবেশ-মানবাধিকারকর্মী রেজাউল করিম বাবলু। বক্তারা বলেন, দেশের প্রতিটি সংগঠন ও নাগরিকের উচিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশকে সবুজে ভরপুর করে তোলা। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। বায়ুদূষণসহ নানা ধরনের দূষণ থেকে দেশবাসী মুক্ত থাকতে পারবে। সবাই যদি ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে তাহলে সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে; পুষ্টিচাহিদা পূরণ হবে, আর্থিকভাবেও দেশ ও জনগণ উপকৃত হবে। সবুজ আচ্ছাদিত সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসা উচিত। তবে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষনিধনের বিষয়টি শক্ত হাতে দমন করতে হবে প্রশাসনকে।
পমা নগর ও মফস্বলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকেও গাছের চারা বিতরণ করছে। বিজ্ঞপ্তি
বৃক্ষরোপণ করে দেশকে সবুজে ভরিয়ে তুলতে হবে
পরিবেশ মানবাধিকার আন্দোলন-পমা’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন