নিজস্ব প্রতিবেদক »
‘পরীর পাহাড়ের বিরোধ নিরসন করবে এখানকার নেতৃবৃন্দ, জেলা প্রশাসন বা সরকার। সরকার যদি দায়িত্ব দেয়, তখন আসব। সরকার আমাকে পরীর পাহাড় নিরসনে কোনো দায়িত্ব দেয়নি।’
গতকাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এসব কথা বলেন। তিনি সকাল সাড়ে দশটার দিকে নগরীর পরীর পাহাড় পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন। চট্টগ্রামে কর্মরত বিসিএস (প্রশাসন) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরীর পাহাড় বিষয়ে আলাপ করেন।
পরীর পাহাড় নিয়ে জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির বিরোধ প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে আহমদ কায়কাউস বলেন, ‘পরীর পাহাড় নিয়ে কথা বলতে রাজি নই। সরকার চিন্তা-ভাবনা করছে, যেটি ভালো হয় সেটি হবে। পরীর পাহাড়ের বিষয়টি সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট দেখবে। এখানে জেদ করার কিছু নাই। এটি কারও পৈতৃক সম্পত্তি নয়, তাই না? এটি বাংলাদেশের সম্পত্তি। মানুষের যেটি উপকার হয়, সরকার সেটি করবে।’
অতীত স্মৃতির কথা মনে করে মুখ্য সচিব বলেন, ‘আমার জন্মও চট্টগ্রামে। মুসলিম হাইস্কুলের ছাত্র ছিলাম। পরীর পাহাড়ের ওই দিক দিয়ে নিচে নামার একটি জায়গা ছিল, সেটি আছে এখন? এটি নিয়ে এত কথা বলার দরকার নেই তো। এটি নিয়ে টানাহেঁচড়ার কিছু নেই। চেষ্টা করব উপকার করার জন্য। ’
পরীর পাহাড়ে পরিদর্শনের বিষয়ে কায়কাউস বলেন, ‘বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসেছি। কোনো বিরোধ নিরসনের জন্য আসিনি। বিরোধ নিরসন করবে এখানকার নেতৃবৃন্দ, জেলা প্রশাসন বা সরকার। সরকার যদি দায়িত্ব দেয়, তখন আসব।’