সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
চোটের কারণে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক শ্রেয়াস আয়ার। তার অনুপস্থিতিতে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সবাইকে চমকে দিয়ে কেকেআরের দায়িত্ব দেওয়া হয় নীতিশ রানাকে। সাকিবকে নেতৃত্বভার না দেওয়ায় বেশ অবাক হয়েছেন সাবেক অজি ক্রিকেটার ও কোচ টম মুডি। তার মতে, বিদেশি বলেই সাকিবকে অধিনায়ক করা হয়নি। খবর ঢাকা পোষ্টের
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বলে উল্লেখ করেছেন মুডি। সাকিবের এই সাবেক গুরুর মতে, ফ্র্যাঞ্চাইজি দলগুলো বিদেশি হিসেবে গণ্য করায় তাকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি। অস্ট্রেলিয়ার এই সাবেক ব্যাটার বলছেন, ‘সাকিব একজন দক্ষ ব্যাটার। ওর আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। শুধু কী বিদেশি বলেই ওকে দায়িত্ব দেওয়া হলো না? সাকিব এমন একজন ক্রিকেটার, যার ওপর ভরসা রাখা যায়। দল নির্ভর করতে পারে।’ সাকিবকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ব্যবহার করার পরামর্শ দিয়ে কেকেআরের উদ্দেশ্যে মুডি বলেন, ‘সাকিবকে সব সময়ই অতিরিক্ত বিদেশি হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন খেলেছে, তখনও ওকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি। ওকে চার নম্বরে খেলালে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারবে। সাকিবকে বলা উচিত, তুমি মূলত ব্যাটার হিসাবে খেলো। প্রয়োজন হলে বল করবে। কেকেআরে যথেষ্ট স্পিনার রয়েছে। এক্ষেত্রে বোলার সাকিব বাড়তি সুবিধা দেবে ওদের।’