চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ট্র্যাজেডির অসম্পূর্ণ মিশন সমাপ্ত করতেই ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টায় পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা চালানো হয়। এই দিন আল্লাহর রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান সহ ২৪জন নেতাকর্মীর প্রাণ কেড়ে নেওয়া হয়। শেখ হাসিনাসহ অন্তত তিনশতাধিক নেতাকর্মী আহত হয় এবং অনেকেই চিরদিনের জন্যই পঙ্গুত্ব বরণ করেন। তাই ২১ আগস্টের এই গ্রেনেড হামলার পেছনে যে অসৎ উদ্দেশ্যটি ছিল তা হলো- বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করা ও আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা।
গতকাল বিকেলে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলার মূল হোতা ও সহযোগীদের আদালতের রায়ে সর্বোচ্চ শাস্তি দ্রুত কার্যকর করার দাবীতে অনুষ্ঠিত এক বিশাল জনসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সরাসরি পৃষ্টপোষকতা ছিল-এই বিষয়ে কোনো বিতর্ক অর্থহীন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আগস্ট মাস আমাদের জন্য মর্মান্তিক শোকাবহ ঘটনা আবৃত। এই মাস এলেই আমাদের রক্তক্ষরণ হয়। এই মাসের ১৫ তারিখ আমরা বঙ্গবন্ধুর স্বপরিবারকে হারিয়েছি। এই মাসের ২১ তারিখ তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার হত্যা প্রচেষ্টায় ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য চন্দন ধর, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমেদ, আব্দুল আহাদ, মো. আবু তাহের, শহিদুল আলম, নির্বাহী সদস্য মোরশেদ আক্তার চৌধুরী, থানা আওয়ামী লীগের মোঃ হারুনুর রশিদ, কাজী আলতাফ হোসেন, মো. মোমিনুল হক, টিংকু বড়–য়া, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব সিদ্দিক আহমদ, মো. আতিকুর রহমান, সৈয়দ জাকারিয়া, মোঃ সলিম উল্লাহ বাচ্চু, সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ্ব বদিউল আলম, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সম্পাদক মন্ডলীর সদস্য আলাহাজ্ব আবদুচ ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, জালাল উদ্দীন ইকবাল, দিদারুল আলম চৌধুরী, জোবাইরা নার্গিস খান, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, গাজী শফিউল আজিম, মহব্বত আলী খান, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, এড. কামাল উদ্দীন আহমেদ, ইঞ্জিনিয়ার বিজয় কৃষাণ, জাফর আলম চৌধুরী, আব্দুল লতিফ টিপু, রোটারিয়ান মো. ইলিয়াছ, মো. জাবেদ, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের হাজী সিদ্দিক আলম, আলহাজ্ব ফিরোজ আহমদ, আলহাজ্ব সাহাব উদ্দীন আহমেদ, হাজী সুলতান আহমদ চৌধুরী, মো. আবু তাহের, মো. আনছারুল হক, হাজী আবু তাহের, অধ্যাপক আসলাম হোসেন, মোঃ ইলিয়াছ, রেজাউল করিম কায়সার প্রমুখ।
সভার শুরুতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি
বিএনপি-জামায়াত জোট সরাসরি সম্পৃক্ত : নাছির
গ্রেনেড হামলা দিবসে মহানগর আওয়ামী লীগের জনসমাবেশ