মিরসরাইয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ
নিজস্ব প্রতিনিধি, মিরসরাই »
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর মিরসরাইয়ে ২৯টি লাশ পড়েছে। পুরো উপজেলায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আগামীতে তারা ক্ষমতায় এলে দেশে লুটপাট চালাবে, ত্রাসের সৃষ্টি করবে।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ১০২তম জন্মশতবর্ষ ও সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়ার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সহসভাপতি জসিম উদ্দিন, মহিউদ্দিন রাশেদ, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্লা নাজমুল, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম হুমায়ূন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মাইনূর ইসলাম রানা, ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, মিরসরাই পৌর কাউন্সিল নূর নবী, বারইয়ারহাট পৌর কাউন্সিলর বিঞ্চু প্রসাদ দত্ত রতন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ
বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। আগামীতে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম বলেন, শেখ হাসিনার সরকার যে সকল উন্নয়ন করেছে তা বলে শেষ করা যাবে না। তাই আগামী সংসদ নির্বাচনের আগে ভোটারদের কাছে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নগুলো তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ চক্রবর্তী, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল ভূইয়া।
অনুষ্ঠানের শুরুতে কেক কাটা হয়।