সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
রাত পোহালেই মাঠে গড়াবে এশিয়া কাপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। এই দুই দলের ম্যাচকে ঘিরে চরম উত্তেজনা কাজ করছে সমর্থকদের মাঝে। তবে সমর্থকরাই যে যাই বলুন না কেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা এই ম্যাচকে রাইভালরি হিসেবে দেখতে চান না।
আজ (৩১ আগস্ট) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে উত্তেজনার পারদ চরমে উঠেছে। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কাকে হারিয়ে মাঠের মাঝেই বিখ্যাত নাগিন ডান্স দিতে শুরু করে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এছাড়া সর্বশেষ এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে নাগিনের মত করে নাচের অঙ্গভঙ্গি দেখিয়েছিলেন লঙ্কান চামিকা করুণারতেœ। মাঠের ক্রিকেটে এসবের প্রভাব পড়েছে স্বাভাবিকভাবেই। ধীরে ধীরে তাই ভারত-পাকিস্তান ম্যাচের মত বাংলাদেশ-শ্রীলঙ্কাকেও রাইভাল হিসেবে দেখতে শুরু করেছেন অনেকে। আরও একবার যখন মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, ঘুরেফিরে তাই এসেছে রাইভাল প্রসঙ্গ। ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, ‘হয়ত মাঠের বাইরে সমর্থকদের মধ্যে রাইভালরি আছে, মাঠে আমরা ক্রিকেটারদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। বাইরে কী হচ্ছে তা তো নিয়ন্ত্রণের বাইরে। আমাদের মধ্যে দারুণ ভাতৃত্ববোধ রয়েছে।’
শানাকা আরও জানিয়েছেন, ‘ভারত পাকিস্তান এশিয়ায় কতটা দাপুটে দল আমরা জানি। বিশ্বকাপ ও এশিয়া কাপে শ্রীলঙ্কা নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। বাংলাদেশও একটি ভালো দল। দুর্ভাগ্যবশত বাংলাদেশ কোনো এশিয়া কাপ বা বিশ্বকাপ জিততে পারেনি। তাদের ভালো ক্রিকেটার আছে। শ্রীলঙ্কা হোক বা যে দেশই হোক, বিশ্বকাপের আগে ভালো খেলা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আগে আমাদের মূল দ্বৈরথ হতো ভারতের সাথে। তারা আমাদের এখানে আসতো, আমরাও যেতাম। ইটস নেচার অব ক্রিকেট। আমি আসলে রাইভালরি হিসেবে ব্যাপারটাকে দেখি না। এটাই খেলার স্বাভাবিক ধারা।’ খবর বিডিক্রিক.কমের