১৬ পেরিয়ে ১৭ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম বেসরকারি এফ এম রেডিও স্টেশন রেডিও টুডে এফ এম ৮৯.৬।
১৫ অক্টোবর সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ১৭ বছরে পদার্পণ উদ্যাপন অনুষ্ঠান ও সুধী সমাবেশ।
পৃথা পারমিতার সঞ্চালনায় রেডিও টুডে চট্টগ্রাম এর হেড অব স্টেশন বিশ্বজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার, সিএমপি (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মেয়র রেজাউল করিম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সময় রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই থেকে রেডিওর গুরুত্ব এবং অবস্থান একই রয়েছে। একইসাথে তিনি রেডিও টুডের বস্তুনিষ্ঠ সংবাদ এবং মানসম্পন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন বলেন, এখনো রেডিওর অনেক কার্যকর ভুমিকা পালন করার অবকাশ রয়েছে। রেডিও টুডে নতুন বছরে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করবে এই প্রত্যাশা রাখি।
পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় তাঁর বক্তব্যে, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রেডিও টুডেসহ সকল গণমাধ্যমকে সহযোগী হিসেবে কাজ করার আহবান জানান।
এছাড়া বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এর জন্য মিডিয়ার প্রতি আহবান জানান। আলোচনা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে রেডিও টুডের ভূমিকা প্রশংসনীয়
রেডিও টুডের ১৭ বছরে পদার্পণ