বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জননেতা এম.এ.মান্নানের ১১তম এবং বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর শেখ মুজিব রোডস্থ ভান্ডার মার্কেট প্রাঙ্গণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল ফাউন্ডেশনের সহ-সভাপতি খায়রুল ইসলাম ককসীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে.এম.বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম, চট্টগ্রাম বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মো.ইউনুস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুলহক। অনুষ্ঠানে প্রধান অতিথি এ.কে.এম বেলায়েত হোসেন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রয়াত নেতৃবৃন্দ বিভিন্ন আন্দোলনে অকুতোভয় সংগঠক হিসেবে কাজ করে সকলের কাছে অমর হয়ে আছেন। বিশেষ অতিথি বদিউল আলম বলেন, দেশপ্রেম, সাংগঠনিক দক্ষতা, সততা ও সাহসিকতার মতো যে দর্শনের জন্ম তাঁরা দিয়েছেন তা সকলের কাছে অনুকরণীয়। বিশেষ অতিথি সৈয়দ মাহমুদুল হক বলেন, প্রয়াত এম.এ.মান্নান ও কাজী ইনামুল হক দানু’র মত কর্মীবান্ধব নেতা আজকের দিনে দুর্লভ। তাদের আদর্শ অনুকরণীয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী ইনামুল হক দানু’র সন্তান কাজী রাজেশ ইমরান, মো.নাজিম উদ্দিন, অ্যাডভোকেট সাহেদুল আলম শাকিল, প্রফেসর দিলীপ বড়–য়া, মো. সেলিম, মো.মহিউদ্দিন, মো.শাহআলম। বিজ্ঞপ্তি
মহানগর