সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় টেকপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।
দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের লামা বাজার, নন্দন কানন ও চন্দনপুরা স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও ৬টি ইউনিট।
স্থানীয়রা জানিয়েছেন, আগুনে বস্তির বেশ কয়েকটি কাঁচাঘর পুড়ে গেছে। এসব বাড়ির কোনোটির বাসিন্দারা এখনো ঈদ শেষে বাড়ি থেকে ফেরেননি। বন্ধ অবস্থায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে অনেকের।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলটি নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ ছিল। একারণে আগুন যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে।
আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি। আনুমানিক ২০টির বেশি কাঁচাঘর পুড়ে গেছে। বস্তির পাশের একটি ৪তলা বিল্ডিং আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।