চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব ২০২৩।
এ বারের বিতর্কের মূল প্রতিপাদ্য ছিল মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা। ৮ ও ৯ সেপ্টেম্বর দেশের ৫০টির অধিক স্বনামধন্য স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এ বিতর্ক প্রতিযোগিতা।
সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব ২০২৩ এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে চবি এমবিএ অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টির বিতর্ক অঙ্গন ও দেশীয় বিতর্ক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব ২০২৩ এর বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাইনালিস্ট দল ছিলো বিইউপি এবং বুটেক্স। চ্যাম্পিয়ন হয় বিইউপি ও রানারআপ বুটেক্স। স্কুল-কলেজ পর্যায়ে ফাইনালিস্ট দল ছিলো মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং নেভি কলেজ, ঢাকা। চ্যাম্পিয়ন হয় মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ ও রানারআপ হয় নেভি কলেজ, ঢাকা। বিজ্ঞপ্তি