নিজস্ব প্রতিবেদক >
নগরীর দক্ষিণ মধ্য হালিশহর এলাকায় প্রেমিকের সঙ্গে অভিমান করে সুমি আক্তার (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বন্দর থানাধীন দক্ষিণ মধ্য হালিশহরের আজাদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সুমি আক্তার বন্দর থানা এলাকার ৩৮ নম্বর ওয়ার্ডের আজাদ কলোনির মো. আলীর মেয়ে।
কিশোরীর মামা মো. খলিল বলেন, ‘সুমির বাবা ড্রাইভার ও তার মা একজন পোশাক কর্মী। সে তার ছোট ভাইকে নিয়ে ঘরে থাকতো। এক বছর আগে আরিফ নামে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল তার। তাদের মধ্যে কোন বিষয়ে ঝগড়া হওয়াতে সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে পারিবারিকভাবে তাদের কোন ঝগড়া ছিল না।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বন্দর থানা এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া এক কিশোরীকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন ধরনের মামলা করা হয়নি। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ময়নাতদন্ত রিপোর্ট আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ মুহূর্তের সংবাদ