চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন বলেছেন, চসিকের আগামী অর্থ বছরের বাজেটে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। আমরা মনে করি, স্থানীয় সরকার পরিচালনাধীন সিটি কর্পোরেশন ও পৌরসভার বাজেট প্রক্রিয়ায় জনগনের অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই টেকসই উন্নয়নের পথ সুগম হবে। বাজেট প্রক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের এক বছরের পরিকল্পনা রচিত হয় না, বরং এলাকার মানুষের এক বছরের উন্নয়নের চিত্র পরিলক্ষিত হয়। বাজেট প্রণয়নের পূর্বে প্রাক-বাজেট নিয়ে গতকাল মঙ্গলবার সকালে চসিকের বাটালিহিলস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যেগে প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষুধা-দারিদ্রমুক্ত এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যাচ্ছে। আমরা সকলে মিলেমিশে একসাথে কাজ করলে ২০৩০ সালের আগেই আমরা নির্ধারিত লক্ষ্য অর্জনে সামর্থ হবো। তিনি প্রসঙ্গক্রমে আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তির্জাতিক বাজারে দ্রব্যমূল্যে বড় ধরণের অস্থিতিশীলতা বিরাজ করছে। জ্বালানী তেলের দাম বেড়েছে। এজন্য আমাদের ব্যয় সংকোচন করার ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। দেশের উন্নয়নের বড় কর্ণধার হচ্ছে শ্রমজীবী সাধারণ মানুষ। শ্রমজীবী মানুষের মাধ্যমেই দেশের অর্থনীতির ভীত মজবুত হয়। তাই প্রান্তিক জনগোষ্টির জীবন মান উন্নয়নে আমাদের সক্রিয় থাকতে হবে বলে অভিমত ব্যক্ত করেন। কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্টির চাহিদার আলোকে প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে চসিকের আগামী বাজেটে সেগুলো গুরুত্ব দেবে বলে আশা করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবুল হাসনাত বেলাল, আবদুস সালাম মাসুম, শাহেদ ইকবাল বাবু, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা বেগম, তসলিমা বেগম নুর জাহান, শাহিন আকতার রোজী, কমিনিউটি অর্গানাইজেশনের আরফাতুল জান্নাত, আবু সায়েম আরিফ, ওয়াসিম আকরাম, মাসুম বিল্লাহ, মো. মোজাহিদুল রহমান সৌরভ, তাসবিন আকতার, মেঘলা, নার্গিস বেগম, পূবরী দাশ, শারমিন আকতার, জাকিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি