নিজস্ব প্রতিবেদক »
৮০ দশকের জনপ্রিয় ছাত্রনেতা ও মহানগর ছাত্রলীগের প্রাক্তন সভাপতি রফিকুল হোসেন বাচ্চু আর নেই। আজ শুক্রবার ভোর ৫টায় বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে——রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
১৯৮৪ সালে স্বাধীণতা উত্তর মহানগর ছাত্রলীগের সম্মেলনে তিনিই প্রথমবার সরাসরি কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন প্রয়াত ছাত্রনেতা গোলাম মোস্তাফা বাচ্চু।
তার মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
গতকাল দুপুরে ফিরিঙ্গী বাজার ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চত্বরে প্রথম ও বাদ আসর চান্দগাঁও আবাসিক এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে চান্দগাঁও আবাসিক এলাকা কবরস্থানে দাফন করা হয়।