শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমজীবী মানুষদের জন্য বেতনকাঠামো থেকে শুরু করে ন্যূনতম সুবিধাগুলোর জন্য নিজে উদ্যোগী হয়ে শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নে কাজ করছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রধান কারিগর হচ্ছেন শ্রমজীবী মানুষেরা। তাই বঙ্গবন্ধু কন্যা শ্রমজীবী মানুষের স্বার্থের ব্যাপারে বেশি চিন্তা করেন। যতদিন শেখ হাসিনা নেতৃত্বে থাকবেন ততদিন বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায় নিশ্চিত হবে।
জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত সিবিএ-ননসিবিএ নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার চশমা হিলের বাসভবনে তার সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মতবিনিময়কালে শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা, পঁচাত্তরের চক্রান্তকারীরা এখনো এদেশে ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই চক্রান্ত করে দেশে অরাজকতা ও ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালায় তারা। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালালে তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে।
এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল আহাদ। অগ্রণী ব্যাংক বিভাগের সিবিএর সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাসিরাবাদ-জালালাবাদ শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আহসানউল্লাহ চৌধুরী হাসান, নগর মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদিকা লায়লা আক্তার এটলী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি এমএ রহিম, চট্টগ্রাম কর্মচারী পরিষদ সিবিএ সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক,
অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, বিভাগীয় পাদুকা শ্রমিক ইউনিয়ন সভাপতি তোফাজ্জল হোসেন জিকো, ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক আবদুল খালেক, রূপালী ব্যাংক সিবিএ সভাপতি মো. হাসান মুরাদ, সাধারণ সম্পাদক আবু বক্কর,
উত্তরা ব্যাংক সিবিএ সভাপতি হারুন-উর-রশিদ ইকবাল, সাধারণ সম্পাদক রাজেশ রণি, সিটি ব্যাংক সিবিএ সভাপতি একে আজাদ, সোনালি ব্যাংক সিবিএ সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, ইস্টার্ন রিফাইনারি সিবিএ সভাপতি মো. নুরুল আবছার, সাধারণ সম্পাদক নাইমুল করিম, লবণ শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জনতা ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, পৌর জহুর হকার মার্কেট কর্মচারী সমিতি সাধারণ সম্পাদক প্রদীপ বড়ুয়া, সিএনএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জফুর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি
স্বদেশ