করোনাকালীন সময়ে চলমান মানবিক সহযোগিতার কার্যক্রমের লক্ষ্যে গতকাল পাঁচলাইশ থানাস্থ শুলকবহর ওয়ার্ডেও বিভিন্ন স্থানে প্রতিবন্ধী, দরিদ্র জনসাধারণের মাঝে শুকনো খাবার হিসেবে চাউল, ডাল, আলু, তেল, সেমাই, চিনি বিতরণ করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম।
এ সময় উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রূমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, রাশেদ খান মেনন, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমদ, জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মো. মাহাবুব আলম, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ প্রধান সুজিত রুদ্র, সাংগঠনিক বিভাগীয় উপ প্রধান মাহমুদুন নবী, প্রচার ও প্রকাশনা বিভাগীয় উপ প্রধান অভিষেক চৌধুরীসহ যুব স্বেচ্ছাসেবকরা। বিতরণকালে ডা. শেখ শফিউল আজম বলেন, শুকনো খাবার বিতরণ করার মাধ্যমে আমরা দুস্থদের মুখে হাসি ফুটাতে পেরেছি। বিজ্ঞপ্তি
মহানগর