আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের শোকসভা
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গতকাল ৫ জুন, শনিবার সন্ধ্যায় কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, সাদার্ন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য, বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ মরহুম প্রকৌশলী এম. আলী আশরাফ, পিইঞ্জ এর স্মরণে এক ভার্চুয়াল শোকসভার আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা শোকসভায় প্রধান অতিথি ছিলেন।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে আয়োজিত শোকসভায় আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আব্দুস সবুর প্রধান বক্তা, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাত হোসেন (শিবলু) বিশেষ অতিথি ছিলেন।
এছাড়া স্মৃতিচারণ করেন কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, পিইঞ্জ, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী এ এস এম নাসিরুদ্দিন চৌধুরী, পিইঞ্জ., ড. প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী প্রবীর কুমার দে, কেন্দ্রের বর্তমান ভাইস-চেয়ারম্যান (একা. অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. অ্যান্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু।
এতে অন্যদের মধ্যে মরহুমের জ্যেষ্ঠপুত্র শাহেদ আশরাফ, মরহুমের ভগ্নিপতি কে এম জাহাঙ্গীর, প্রাক্তন অতিরিক্ত সচিব প্রকৌশলী তাজুল ইসলাম চৌধুরী, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া, কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম মরহুম প্রকৌশলী এম. আলী আশরাফ এর জীবন বৃত্তান্ত পাঠ ও অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথি প্রকৌশলী মো. নুরুল হুদা বলেন, প্রকৌশলী এম আলী আশরাফ ছিলেন অসামান্য প্রতিভাবান একজন ব্যক্তিত্ব। শুধু প্রকৌশল কাজে নয়, তাঁর বিচরণ ছিল শিক্ষাঙ্গন, সাহিত্য, সামাজিক, সমাজসেবায়। তাঁর মৃত্যুতে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
প্রধান বক্তা প্রকৌশলী মো. আব্দুস সবুর বলেন, আলী আশরাফের অবদান আইইবি এবং আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সদস্যবৃন্দসহ প্রকৌশলী সমাজ কখনো ভুলতে পারবেনা। বিজ্ঞপ্তি