নিজস্ব প্রতিনিধি, ফটিকছড়ি, রাউজান ও লামা <<
পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে একজন, রাউজানে একজনের আত্মহত্যা ও লামায় যুবকের লাশ মিলেছে।
ফটিকছড়ি
উপজেলার ভুজপুর থানার পশ্চিম ভূজপুর শফিউল আলম নূরী চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মোহাম্মদ আইয়ুব (৩৫) বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। সে ওই এলাকার মোহাম্মদ নুরুল হকের দ্বিতীয় সন্তান। আইয়ুব পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তিনি দুই সন্তানের জনক।
শনিবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে ভূজপুর এলাকায় একটি বসতঘরে কাজ করতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হন আইয়ুব কন্ট্রাক্টর। পরে তাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লামা
বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীর ঘাট থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত যুবকের নাম মিঠুন দাশ (২২)। নদীর হ্রেবন মিশনঘাট থেকে লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়। মিঠুন দাশ পৌরসভা এলাকার নয়াপাড়া গ্রামের বাসিন্দা শংকর দাশের ছেলে।
এলাকাবাসী জানায়, মিঠুন দাশ লামা বাজারের একটি সেলুনের দোকানে কাজ করতেন। শনিবার সকাল ৬টায় স্থানীয়রা নদীর ঘাটে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মিঠুন দাশের লাশ উদ্ধার করে পুলিশ। নদীর ঘাট থেকে মিটুন দাশের লাশ উদ্ধারের সত্যতা লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান নিশ্চিত করেন।
রাউজান
স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন মো. নয়ন নামে (২৬) এক ব্যক্তি। শনিবার সকালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল জানান, তিন বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন তারা দুজন। দাম্পত্য কলহের জেরে স্ত্রী বাবার বাড়ি চলে গেলে অভিমানে আত্মহত্যা করেন নয়ন।
মৃত্যুর আগে চিরকুটে নয়ন লিখেছেন, ‘ভালোবাসা, আমার জানকে। আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমাকে দেখতে আসবে না, এটা আমার কথা। আমি অনেক ভালোবাসি, তোমাকে সানজিদা। আমার জান। আমার লাশের পাশে আমার বউ যেন না আসে, আমার মরা মুখ দেখতে না পারে। এই ইচ্ছেটা পূরণ করবেন। আমার জন্য কাউকে দায় করবেন না। ও সুখে থাক, আমিও অনেক সুখে আছি। বিদায়..। ’