চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পরিস্কার-পরিচ্ছন্ন জীবনযাপন রোগ বালাই প্রতিরোধের প্রধান প্রতিষেধক। করোনাকালে এর গুরুত্ব অপরিসীম। পরিচ্ছন্ন আবাস ও দেহকে জীবাণু সহজে স্পর্শ করে না। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ কর্মপরিকল্পনায় পরিস্কার-পরিচ্ছন্নতাকে অধিকতর গুরত্ব দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষাবেষ্টনী নিশ্চিত হলে রোগ-ব্যাধি সংক্রমণের জীবাণু নিস্তেজ ও নিষ্প্রাণ হতে বাধ্য।
আজ ২৯ জুন (সোমবার) পূর্ব মাদারবাড়িতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের আবাসিক কলোনি পরিদর্শনকালে একথা বলেন।
তিনি আরো বলেন, ঝাউতলায় সেবক কলোনি বহুতল ভবন নির্মাণকাজ চলমান। বাকি কলোনিগুলোতেও একই ধরনের সুযোগ-সুবিধায় আবাসন প্রকল্প বাস্তবায়ন করবে চসিক। এইসব প্রকল্পে আবাসনের সাথে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি হল ও উপাসনালয়ও থাকছে।
এ সময় চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী মো. জসিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
মহানগর