সমাধিতে কমিউনিস্ট পার্টির শ্রদ্ধার্ঘ্য
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে চট্টগ্রামের নন্দনকানন এলাকায় ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার কর্তৃক নিহত পার্টির শুভানুধ্যায়ী শহীদ পিসি বর্মনের সমাধিতে গতকাল সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।
এ সময় পুষ্পমাল্য অর্পণ করেন কমিউনিস্ট পার্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক অশোক সাহা, ফরিদুল ইসলাম, অমিতাভ সেন, কবি আশীষ সেন, চিত্রশিল্পী কিংশুক দাশ চৌধুরী ও কবি মনিরুল মনির।
উল্লেখ্য, পিসি বর্মন ও তার ছেলে রতন বর্মন পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক নিহত হন। পিসি বর্মনকে নন্দনকানন ১ নম্বর গলির পুকুর পাড়ে নিজ বাসার সামনে গুলি করে মাটিতে সমাধি করা হয়। ওদিকে ছেলে রতন বর্মনকে নগরীর চাকতাই খালের নৌকায় নিয়ে গিলে গুলি করে মেরে ফেলা হয়, তার লাশ পাওয়া যায়নি। তাদের অপরাধ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং প্রগতিবাদী রাজনীতি ও কর্মকা-ের সাথে যুক্ত ছিলেন।
পিসি বর্মন পাকিস্তান আমলের ইউনিয়ন ব্যাংকের (বর্তমানে জনতা ব্যাংক) প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন। তিনি কমিউনিস্ট পার্টির সাথে মুক্তিযুদ্ধে সক্রিয় ছিলেন। বিজ্ঞপ্তি