চট্টগ্রাম সিটি করপোরেশনের এলাকায় এম এন সিএইচ অ্যান্ড এ এইচ সার্ভিস এর ত্রৈমাসিক পর্যালোচনা সভা গতকাল দুপুরে চসিক জেনারেল হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নুরুল হায়দার। পাওয়ার পয়েন্টে কার্যক্রম তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডা. সরওয়ার আলম। আলোচনা করেন এমও ইনচার্জ ডা. আশীষ কুমার মুখার্জী, ডা. মুজিবুল আলম চৌধুরী, ডা. হাসান মুরাদ চৌধুরী জোনাল মেডিক্যাল অফিসার ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মোহাম্মদ নাফে, ডা. জুয়েল মহাজন প্রমুখ। উপস্থাপনায় ছিলেন ভ্যাকসিনেশন ইনচার্জ মো. আবু ছালেহ। এতে উপস্থিত ছিলেন ইপিআই টেকনিশিয়ান, পরিসংখ্যান সহকারী, কম্পিউটার অপারেটর ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্য ডা. হাসান শাহরিয়ার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগের বহুমুখী কার্যক্রমের প্রশংসা করে বলেন, নগর এলাকায় গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা এবং ইপিআই কার্যক্রম অনুসরণীয় ও প্রশংসনীয়। তিনি নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় গর্ভবতী মায়েদের ইপিআই কার্যক্রমে নিয়োজিত সকলকে গতিশীল হয়ে ড্রপআউট কমানোর পরামর্শ দেন। সভাপতির বক্তব্য চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চেীধুরী বলেন, নানা ধরনের রোগ থেকে মা ও শিশুদের সুরক্ষায় সরকারের টিকাদান কার্যক্রম চসিক স্বাস্থ্যবিভাগের মাধ্যমে সাধারণের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছে। তিনি ইপিআই কার্যক্রম আরো গতিশীল করার উপর জোড় দিয়ে বলেন, টিকা গ্রহণ ও প্রয়োগের ক্ষেত্রে কোন ধরনের দূরত্ব যেন সৃষ্টি না হয়। ঝরে পড়ার বিষয়গুলো গুরত্ব দিয়ে তিনি টিকা কার্যক্রম সচল রাখার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি
মহানগর