পছন্দের কলেজ পেলোনা ৭ হাজারের বেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক »

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফলাফল ২৩ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। চট্টগ্রামে এবার তৃতীয় ধাপেও পছন্দের কলেজে ভর্তির হতে পারেনি ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী ।

জানা গেছে, বুধবার (২১ সেপ্টেম্বর) একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন শুরু হয়। আবেদনের জন্য ১৫০ টাকা ফি দিতে হয়েছে শিক্ষার্থীদের। একদিন পর বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আবেদন শেষ হয়। তারপরেই (২৩ সেপ্টেম্বর) ফলাফল প্রকাশিত হয়। চট্টগ্রামে তৃতীয় পর্যায় পর্যন্ত মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৭৭ জন। দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষে ১ লাখ ৭ হাজার ৩৪১ জন শিক্ষার্থী কলেজ মনোনয়ন পান। সর্বশেষ তৃতীয় নির্বাচনে মনোনয়ন পান ৫ হাজার ৭৩৪ জন শিক্ষার্থী। তবে প্রায় ৭ হাজার ৪০২ শিক্ষার্থী এখনো পছন্দের কলেজে ভর্তির মনোনয়ন পাননি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক বলেন, এবার তৃতীয় ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রায় ৭ হাজার ৪০২ জন শিক্ষার্থী মনোনয়ন পাননি। কলেজ ভর্তির আবেদনের সময় শিক্ষার্থীরা মাত্র ৫-৬ কলেজে আবেদন করেছেন। অথচ ১ জন শিক্ষার্থী ১০ টা কলেজ অবেদন করতে পারেন। শুধু মাত্র সরকারি কলেজগুলোতে বেশিরভাগ শিক্ষার্থী আবেদন করেন। সেখানে মেধা অনুসারে ভর্তির মনোয়ন পান। সরকারিতে ভর্তির সুয়োগ না থাকলেও বেসরকারি কলেজে অনেক সিট খালি রয়েছে।