সুপ্রভাত ডেস্ক »
নাফ নদী সাঁতরিয়ে মিয়ানমার থেকে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় এক বন্য হাতি এসেছে। সোমবার ভোর রাতে হাতিটিকে ওই এলাকায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখেছে স্থানীয় লোকজন। এর উচ্চতা প্রায় সাত ফুট। খবর বিডিনিউজের।
কক্সবাজার দক্ষিণ উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান এ তথ্য জানিয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে দলছুট হয়ে সাঁতরে নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে আসতে পারে হাতিটি।
‘হাতিটি শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ছোটাছুটি করছে। হাতিটিকে উদ্ধার করে নিরাপদে টেকনাফের বনে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।’
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম বলেন, ভোর থেকে একটি বাচ্চা হাতিকে নাফ নদীর চরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। হাতিটিকে একনজর দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় করেছিলো। বন বিভাগ ও হাতি উদ্ধারকারী দলের কিছু লোকজন চেষ্টা করেছে হাতিটি ধরার জন্য।