নিজস্ব প্রতিবেদক »
নগরের কদমতলী এলাকার মেসার্স জিদান ট্রান্সপোর্ট এজেন্সিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ অবৈধ জর্দা আটক করে। আটককৃত জর্দার উপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ ২০ লাখ টাকা। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটককৃত জর্দার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
ভ্যাট কমিশনারেট , চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন এর নির্দেশনার ভিত্তিতে আগ্রাবাদ বিভাগের একটি নিবারক দল এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিকভাবে অনুসন্ধানে দেখা গেছে, মেসার্স জিদান ট্রান্সপোর্ট এজেন্সির যাত্রাবাড়ি শাখা হতে চট্টগ্রাম ও টেকনাফের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশে ভ্যাটের বৈধ কাগজপত্র ছাড়া ৩৭ টি কার্টুন বোঝাই জর্দা প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভ্যাট আইনানুসারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
মহানগর