হাত হারানো মানুষ আমার উদ্ভাবিত হাত দিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসলে আমার উদ্ভাবন সার্থক হয়েছে বলে মনে করবো। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে আমার উদ্ভাবিত হাতের রপ্তানীর ক্রয় আদেশ পেয়েছি। তিনি বলেন, স্বল্প মূল্যে হাত ক্রয় করতে অন্য দেশের মানুষরা এখন আমাদের দেশে আসবে। সেবার মানসিকতা নিয়ে আমি মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই। ২১ মে দেশে প্রথম রোবোটিক হাত তৈরীর উদ্ভাবক তরুণ বিজ্ঞানী জয় বড়ুয়া লাভলু চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে জনপ্রিয় লাইভ শো চারুআড্ডার ১০৩ তম চট্টগ্রাম পর্বে আড্ডার যুব অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরের অনুভূতি ব্যক্ত করেন।
প্রথম পর্বে অতিথিরা ছিলেন ষাটোর্ধ্ব ব্যক্তিত্বদ্বয়। এটির নাম দেওয়া হয় অগ্রজ আড্ডা আর দ্বিতীয় শেষনের অতিথিরা ছিলেন নতুন প্রজন্মের। যাদের বয়স চল্লিশের নিচে এটির নাম রাখা হয় যুবআড্ডা। চারুআড্ডার আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক লেখক-সাংবাদিক বিপ্লব বড়–য়া’র প্রারম্ভিক উপস্থাপনার মধ্যে দিয়ে শুরু হওয়া আড্ডায় স্বাগত বক্তব্য দেন সমন্বয়ক ব্যাংকার উপমা বড়ুয়া।
আড্ডার প্রথম পর্ব সঞ্চালনা করেন লেখক-ব্যাংকার সমীর বড়–য়া ও আয়োজক কমিটির আহ্বায়ক সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ। দ্বিতীয় পর্বটি সঞ্চালনা করেন চারুআড্ডার মূল উদ্যোক্তা, চারুলতা সাময়িকীর সম্পাদক চারু উত্তম বড়ুয়া।
অগ্রজ আড্ডার অতিথি ছিলেন অ্যাডভোকেট সুনীল কান্তি বড়ুয়া, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়ুয়া, প্রকৌশলী মৃণাল বড়ুয়া, প্রকৌশলী অমল বড়ুয়া, অধ্যাপক ডা. প্রীতি বড়য়া, শিল্প উদ্যোক্তা নৃপতি রঞ্জন বড়ুয়া, শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, শিক্ষাসেবী গীতা বড়ুয়া চৌধুরী, শিক্ষাসেবী লিলি বড়ুয়া চৌধুরী, অধ্যাপক সঞ্জীব বড়ুয়া ও সংগঠক তুষার কান্তি বড়ুয়া। যুব অতিথি ছিলেন প্রাক্তন ছাত্রনেতা ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া।
যুব প্রজন্মের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিকো বড়ুয়া, তথ্যপ্রযুক্তি সহায়ক বিজিতা বড়ুয়া, তথ্যপ্রযুক্তি সহায়ক সুলয় বড়ুয়া, ব্যবসায়ী উদ্যেক্তা সৈকত বড়ুয়া উজ্জল, সংগঠক সৌরভ চৌধুরী, ব্যবসায়ী উদ্যোক্তা আশীষ বড়ুয়া পাভেল, সমবায় উদ্যোক্তা রণজিত বড়ুয়া, ইঞ্জিনিয়ার সুপ্রতীম বড়ুয়া, যুবসংগঠক সজীব চৌধুরী গুঞ্জন, যুবসংগঠক হৈমন্তী বড়ুয়া ইমু, চবি শিক্ষক অরুপ বড়ুয়া, ডা.অমিত বড়ুয়া, জয়শ্রী বড়ুয়া, হৃতিকা বড়ুয়া। বিজ্ঞপ্তি