দেশব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফের যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের ঘাটফরহাদবেগ মুন্সি আবদুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কৃমিনাশক ওষুধ খাইয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ইপিআই কেন্দ্রের জোনাল মেডিকেল অফিসার মো. রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, শাহেদ মোমেন খান, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, হিমেল হোসেন ও সচেতন ব্যক্তিবর্গ।
এসময় চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা জন্য গৃহীত পদক্ষেপ সতিই প্রশংসনীয়। শিশু স্বাস্থ্য সুরক্ষায় জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। তাই প্রতি বছর বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে শিশু পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ভিটামিন ও ওষুধ প্রদান করে থাকেন।
উল্লেখ্য, ৫ থেকে ১৬ বছরের সকল শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। বিজ্ঞপ্তি